ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে কারওয়ান বাজার মাছের আড়তে অভিযান

নজর২৪ ডেস্ক- ভেজালবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে রুপচাঁদা বলে বিক্রয় নিষিদ্ধ পিরানহা বিক্রি করা হচ্ছিল।

 

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়। এছাড়া বিক্রি নিষিদ্ধ মাগুর ও মাছে রং ব্যবহারের সত্যতা পাওয়া গেছে।

 

অভিযানে বিক্রয় নিষিদ্ধ পিরানহা, অস্ট্রেলিয়ান মাগুর ও ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রির অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

সারওয়ার আলম জানান, ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কারওয়ান বাজারে এ অভিযান চালানো হচ্ছে। তিনি জানান, মাছ ব্যবসায়ীরা মাছের রং উজ্জ্বল রাখতে নিষিদ্ধ রং ও জেল মাখিয়ে রাখেন।

 

অভিযানের সময় মৎস্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আটক ৫ জনকে ১ থেকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *