সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে কুকুরকে পিটিয়ে হত্যা, নারীসহ আটক ২

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে খলিলুর রহমানের পালিত কুকুরকে হত্যার অভিযোগে নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে ভাতকাঠি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটকৃতরা হলেন, সেলিনা বেগম (৩০) ও স্বপন (৩৫)। তাঁরা ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, খলিলুর রহমানের পালিত কুকুরটি সেলিনা বেগমের ছাগলকে কামড় দেয়। এর জেরে কুকুরটিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন সেলিনা ও স্বপন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, গৃহপালিত কুকুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি ফেসবুকে ভাইরায় হওয়ায় জড়িত দুজনকে আটক করা হলে তাঁরা নিজেদের দোষ স্বীকার করেন। ভুলের জন্য ক্ষমা চাইলে মুচলেকা দিয়ে তাদের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।

এদিকে কুকুরের মালিকও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। বন্যপ্রাণী রক্ষায় সকলকে সচেতন ও মানবিক হওয়ারও আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে খলিলুর রহমানের পালিত কুকুরকে হত্যার অভিযোগে নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) রাতে ভাতকাঠি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটকেরা হলেন— সেলিনা বেগম (৩০) ও স্বপন (৩৫)। তাঁরা ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, খলিলুর রহমানের পালিত কুকুরটি সেলিনা বেগমের ছাগলকে কামড় দেয়। এর জেরে কুকুরটিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন সেলিনা ও স্বপন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, গৃহপালিত কুকুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি ফেসবুকে ভাইরায় হওয়ায় জড়িত দুজনকে আটক করা হলে তাঁরা নিজেদের দোষ স্বীকার করেন। ভুলের জন্য ক্ষমা চাইলে মুচলেকা দিয়ে তাদের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।

এদিকে কুকুরের মালিকও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। বন্যপ্রাণী রক্ষায় সকলকে সচেতন ও মানবিক হওয়ারও আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

সেরা পঠিত