সর্বশেষ সংবাদ

ক্রিকেটের পর এবার চলচ্চিত্রে সাকিবের বড় চমক

ক্রিকেট মাঠে সাকিব আল হাসানের চমক নতুন কিছু নয়। ব্যাটে-বলে প্রতিনিয়তই চমক দেখান তিনি। প্রতিপক্ষের জন্য হয়ে উঠেন আতঙ্ক। ক্রিকেট মাঠে চমক দেখানো সাকিব এবার চমক দেখালেন অভিনয় জগতে। ‘যে পারে সে সবই পারে’-এ কথাটিই যেন পুনরায় মনে করিয়ে দিলেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার।

সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠ, অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব। ক্রিকেটের বাইরে নানা ইভেন্টে সাকিব জড়িত থাকলেও মাঠের পারফরম্যান্সে দিনশেষে সাকিবই সবার সেরা।

ক্রিকেটসহ এতকিছু কিভাবে সামলান, এমন প্রশ্নের জবাবে কিছুদিন আগে সাকিব বলেছিল, ‘যে পারে সে সবই পারে’। এমনটা যে তিনি শুধু শুধু বলেননি সেটিই যেন প্রমাণ করে দেখালেন এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। বুধবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব। মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ্য চলচিত্র।

আয়ারল্যান্ড সিরিজ চলাকালে ম্যাচের ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষায় সাকিব অভিনীত এই স্বল্পদৈর্ঘ্য চলচিত্র।

সাকিব ছাড়াও এতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুণী অভিনেতা।

আরও পড়ুন

চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের মাত্র ১ বছরের মাথায়...

এবার আর্জেন্টিনার যুবাদের কাছেও পাত্তা পেল না ব্রাজিল

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সেটা বয়সভিত্তিক পর্যায় হোক কিংবা মূল জাতীয় দল। চলতি সপ্তাহে দ্বিতীয়বার মতো সুপার ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল লাতিনের দুই...

সেরা পঠিত