আজিজুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সংস্থার সভাপতি সাংবাদিক এস.এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আজিজুল হক বাবুর পরিচালনায় মাহে রমজানের তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করেন নাগরপুরের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মো.শামছুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিক মিয়াসহ জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সকল পর্যায়ের নেত্ববৃন্দ।
এসএইচ