সর্বশেষ সংবাদ

বাসাইলে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বাসাইল উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়ছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সারা দেশের উপজেলা অবস্থান কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।

শনিবার (০৮ এপ্রিল) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলা বিএনপি কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে।

অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরনবী আবু হায়াত খান নবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়ার সহ সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

এআই

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত