সর্বশেষ সংবাদ

এবার চড়া দামে বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন সিয়াম

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা সবারই জানা। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিটের প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ততক্ষণে মার্কেটে থাকা ব্যবসায়ীদের দোকানের সব পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের বিশাল এই ক্ষতি পূরণ সম্ভব না হলেও কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দেশের অর্থ ও হৃদয়বান মানুষরা। এ তালিকায় যুক্ত হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার জন্য চড়া দামে পোড়া কাপড় কিনেছেন এ চিত্রনায়ক। আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

শুক্রবার সন্ধ্যায় সিয়ামের কয়েকটি ছবি দিয়ে প্রতিষ্ঠানটি এক পোস্টে লিখেছে, ‘চড়া দামে পোড়া কাপড় কিনেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ‘‘আলমারির সামনেই থাকুক কাপড়টি। যেন বিভিন্ন দূর্ঘটনায় ভুক্তভোগীর চেহারা চোখে ভাসে।’’ বঙ্গবাজারের কর্মচারীরা হুট করে আয় হারিয়েছে। সারা বছরের খরচ মেটাতে অনেকেই ঋণ নেয়, যা বছরের এই সময়টার আয়ে পরিশোধ করে। বিদ্যানন্দ নগদ দেড় কোটি টাকা তুলে দিতে চাচ্ছে এমন মানুষের হাতে। প্রশাসনের অনুমতি এবং সার্ভে শেষে দ্রুত তুলে দেয়া হবে এই অর্থ।’

এদিকে সিয়াম নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন অজস্র ব্যবসায়ী। বরাবরের মতোই বিদ্যানন্দ এগিয়ে এসেছে এই মানুষগুলোর পাশে সাহস যোগাতে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, কিনে নিয়েছি পুড়ে যাওয়া একটি কাপড়। আপনিও এগিয়ে আসুন প্লিজ! মনে একটুখানি এমপ্যাথি, বুকে একটু সাহস, আর হাতে হাত ধরে লড়ে যাওয়ার চেষ্টা- এইতো, সবাই মিলেই তো বাংলাদেশ!’

প্রসঙ্গত, এর আগে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়াতে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে কাপড় কিনে নিয়েছেন সংগীতশিল্পী তাহসান খান, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, শবনম বুবলী ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

আরও পড়ুন

আমি হারিয়ে যাইনি: পরীমণি

স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। নানা হারিয়ে বেশ একা হয়ে পড়েছেন এই...

যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের...

সেরা পঠিত