সর্বশেষ সংবাদ

সাকিবের সঙ্গে ছবি দিয়ে সুখবর দিলেন আসিফ

মাসখানেক হলো চাকরিজীবনে প্রবেশ করেছেন বাংলা সংগীতের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবর। চাকরিতে প্রবেশের পর নিজ দায়িত্ব পালনে ব্যস্ত তিনি।

কিছুদিন আগেই এ গায়ক জানিয়েছেন, তার অফিশিয়াল একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সম্মতি দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এবার আসিফ জানালেন, সেই একই অনুষ্ঠানে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে ‘ও প্রিয়া’ খ্যাত গায়ক নিজেই জানিয়েছেন এ তথ্য।

আসিফ লেখেন, ‘আসছে ৩০ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়াম চেরাস-এ হ্যালো সুপারস্টারস অ্যাপ-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে এই জমকালো অনুষ্ঠান জুড়েই থাকবেন বাংলাদেশের প্রাণ সাকিব।’

এ গায়ক আরও লেখেন, ‘মালয়েশিয়ান জোজো ইভেন্টস এবং বাংলাদেশের ভার্সাটিলো গ্রুপের যৌথ আয়োজনে আপনাদের স্বাগত জানাই। ঘটনাচক্রে সাকিব আমাদের ভার্সাটাইলো গ্রুপের সম্মানিত পরিচালক। হ্যালো সুপারস্টারস অ্যাপ’র কান্ট্রি হেড হিসেবে সাকিব আমার বস, আমি সম্মানিত বোধ করছি।’

সবশেষ আসিফ লেখেন, ‘অনেক কথা হতেই থাকবে হ্যালো সুপারস্টারস’র উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে। ইনশাআল্লাহ ৩০ এপ্রিল দেখা হবে চেরাসে।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

আলোচিত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সেই সঙ্গে অভিনয়ের কারিশমা। তরুণ প্রজন্মের দর্শকের কাছে যিনি একটু বাড়তি আকর্ষণ। ক্যারিয়ার খুব...

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

ঢাকার আজিমপুরে ২০০৯ সালে ঘটে একটি খুনের ঘটনা। রহস্যময় এই খুনের ঘটনায় তদন্তভার পড়ে নির্মাতা সানী সানোয়ারের ওপর। ঘটনার সমাধানও করে ফেলেন তিনি। কর্মজীবনে...

সেরা পঠিত