মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় (৫ এপ্রিল) দেওয়ার বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদাত হোসেন খান, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আঃ হামিদ, যুবদল নেতা ফিরোজসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোলায়মান সুফি।
এসএইচ