রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এই আগুনে নি:স্ব হয়ে গেছে হাজারো ব্যবসায়ী। তাদেরকে বিভিন্নভাবে সাহায্যে এগিয়ে আসছেন অনেকেই।
এবার এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহাজ্যের জন্য জনপ্রিয় নায়িকা বুবলী বঙ্গবাজারের কিছু পোড়া কাপড় কিনে নিয়েছেন। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে বিদ্যানন্দের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।
এ ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দর কাছ থেকে। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে।
এর আগে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এক লাখ টাকায় একটি লুঙ্গি কিনে নিয়েছেন। আবার চিত্রনায়ক জায়েদ খানও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।