মাদারীপুরে জেলা প্রশাসকের বিরুদ্ধে দুই মামলা

মাদারীপুর- দুই ঠিকাদারের মাটি ভরাটের চারটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া, অন্যান্য আটটি মেশিন ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ ছয়জনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা হয়েছে।

মঙ্গলবার মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি করেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের ঠিকাদার মনির সরদার এবং সাদুল্লা বেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারী।

বিচারক মামলা গ্রহণ করে শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছেন।

মামলায় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ছাড়া অন্য বিবাদীরা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু, শিবচরের সহকারী কমিশনার (ভূমি) রকিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার রাসেল হোসেন ও এমএলএসএস বাবুল মিয়া।

মামলার আরজিতে বলা যে, বাদীরা স্থানীয় চৌধুরী আনিছউদ্দিন ওয়াকফ এস্টেটের মাটি ভরাট করে উন্নয়ন কাজ করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করলে বিবাদীরা ২৮ আগস্ট বেলা ১টার দিকে ওয়াক্ফ এস্টেটের ভূমিতে গিয়ে চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে এবং আটটি মেশিন পিটিয়ে ভাংচুর করে লাখ লাখ টাকার ক্ষতিসাধন করেছেন।

মামলার বিষয়ে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *