এবারের ঈদে শাকিব খানের দুই ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। একটি হলো শাকিব-জাহারা মিতুর আগুন, অপরটি হলো শাকিব-বুবলীর লিডার-আমিই বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ঈদে আগুন ছবিটি মুক্তি পাচ্ছে না।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান।
মঞ্জুর বলেন, পরিচালক বদিউল আলম খোকন ভাই বললেন, এবার ঈদে ‘আগুন’ সিনেমা মুক্তি দিচ্ছেন না। এবারের ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতিও নেই।’
‘আগুন’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন জাহারা মিতু। ২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। ছবিটির প্রযোজনার দায়িত্বে আছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জাহারা মিতু। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা প্রমুখ।
অন্যদিকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির নির্মাতা তপু খান। এতে শাকিবের বিপরীতে আছেন শবনম বুবলী। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমাটির নাম ঘোষণা এবং শিল্পীদের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেদিন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে শাকিব খান, শবনম বুবলী ও তপু খানের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। সম্ভবত এটিই এ জুটির শেষ ছবি।