মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বর এলাকায় এ কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এসময় মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল।
জানা গেছে, মেলার ১২টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা, ফল, ফসল এবং কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে। এ মেলা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।