নাগরপুরে স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মোঃ আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব তারিন মসরুর, জেলা স্কাউটসের কমিশনার, সম্পাদক, যুগ্ম সম্পাদক, উপ-পরিচালক (টাঙ্গাইল ও গাজীপুর জেলার দায়িত্বে), উপজেলা স্কাউটসের কমিশনার, সম্পাদক, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ।

 

এ সময় সকলের উপস্থিতিতে কন্ঠ ভোটের মাধ্যমে স্কাউটস কমিটি গঠিত হয়।

 

উপজেলা স্কাউটস এর “কমিশনার ” হিসেবে আন্দিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন কুমার চক্রবর্তী ও সম্পাদক হিসেবে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *