নাগরপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) সারা দিনব্যাপী উপজেলাস্থ ১২ ইউনিয়নের পাকুটিয়া ও মোকনায় এ কার্যক্রমের প্রথমদিন পরিচালিত হয়েছে।

 

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেনের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *