শুটিং শুরু করলেন শাকিব খান

বিনোদন ডেস্ক- প্রায় ছয় মাস পর আজ বৃহস্পতিবার ক্যামেরার সামনে দাড়ালেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। তাও আবার সকাল সাড়ে সাতটা বাজতেই শুটিং সেটে চেপে বসলেন বাইকে।

তিনশ’ ফিটসহ রাজধানীর বিভিন্ন স্থানে চলছে ‌‘নবাব এলএল.বি’ ছবির শুটিং। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। তিনি বলেন, ‘গল্পের প্রয়োজনেই এত সকালে হাজির হয়েছেন শাকিব খান। চলছে আউটডোর শুটিং। আর এজন্য ভোর চারটা থেকে চলেছে শুটিংয়ের প্রস্তুতি।’

তিনি আরও বলেন, ‘প্রথম থেকে শাকিব খানকে আমি খুবই আন্তরিক পেয়েছি এই ছবির জন্য। শুটিংয়ের বিষয়ে তিনি নিজের মধ্যে যে পরিবর্তন এনেছেন তা অকল্পনীয়। আশা করি, ভালোভাবেই আমাদের সব কাজ শেষ হবে।’

‌‘নবাব এলএল.বি’ ছবিতে শাকিবের নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। টানা বেশ কিছু দিন এ ছবির শুটিং করবেন শাকিব খান। ছবিতে একজন আইনজীবির ভূমিকায় দেখা যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *