নজর২৪, টাঙ্গাইল- টাঙ্গাইলের দেলদুয়ারে ক্লিনিক মালিক আনিসুর রহমানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে লাউহাটি বাজার বণিক সমিতি। বৃহস্পতিবার উপজেলার লাউহাটি বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়। এ সময় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, আব্দুল বাছেদ খান, মুক্তিযুদ্ধা খন্দকার করিম, এ সময় লাউহার্টী বর্ণিক সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ব্যবসায়ী আনিসুর রহমানের গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আনিসুর রহমানের বড় মেয়ে মারুফা আক্তার বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যায় জড়িত থাকার সন্দেহ বাজন তিন জনকে আটক করেছে পুলিশ।
নিহতের স্ত্রী মোরছানা আক্তার বলেন. আনিস দীর্ঘদিন বিদেশে ছিল। কয়েক বছর আগে দেশে এসে লাউহাটি বাজারে জনসেবা ক্লিনিক নামে একটি ক্লিনিক দিয়ে ব্যবসা শুরু করেন। এর সাথে তিনি জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসাও করতেন।
গত সোমবার দুপুরে বাড়ি থেকে ক্লিনিকে আসার কথা বলে বের হন। সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতে হয়ত কোন কাজ আছে বলে সে বাড়িতে ফিরেনি এমনটাই মনে করে আমরা তাকে আর খোঁজাখুঁজি করেনি। বার বার তার মোবাইলে ফোন দিয়েও পাওয়া যায়নি।
মঙ্গলবার টাঙ্গাইল আদালতে দুজনের নামেই একটি মামলা থাকায় আমি আদালতে হাজিরা দিতে যাই। বিকেলে শুনি বাড়ির পাশের খালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান নিহতের স্ত্রী।