বিনোদন ডেস্ক- ভারতে গিয়ে বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের কালী পূজা উদ্বোধন বিতর্ক নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করলেন বলিউড তারকা কঙ্গনা রনৌত।
এক টুইটারবার্তায় সাকিবের প্রতি তিনি প্রশ্ন তোলেন, ‘মন্দিরে এত ভয় কেন? নিজেদের ধর্মের প্রতি বিশ্বাস নেই নাকি?’
সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এমনিতেই মাথার উপর মামলা ঝুলছে, এর মধ্যেই সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।
সম্প্রতি কলকাতার মন্দিরে গিয়ে কালীপূজার উদ্বোধন করার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এক শ্রেণির মানুষের প্রবল সমালোচনার শিকার হন সাকিব। এমনকি ফেইসবুক লাইভে এসে এক ব্যক্তি সাকিবকে হত্যার হুমকিও দেন। যাকে পরবর্তীতে গ্রেপ্তার করে র্যাব। তবে ইউটিউবে ভিডিও বার্তায় সাকিব দাবি করেন, তিনি কালী পূজা উদ্বোধন করেননি।
এ ঘটনা ভারতেও আলোচনা তৈরি করে। যার জেরে টুইট করেন কঙ্গনা। তিনি বলেন, ‘মন্দিরে এত ভয় কেন? কোনও কারণ তো থাকবে নিশ্চয়ই? এমনি এমনিই কেউ এতটা ঘাবড়ে যায় না!’
তিনি আরও বলেন, ‘আমি তো সারা জীবন মসজিদে থাকলেও আমার হৃদয় থেকে কেউ রাম নাম মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই, নাকি তোমাদের হিন্দু অতীত মন্দিরের প্রতি আকর্ষণ করছে তোমাদেরকে? প্রশ্ন করো নিজেকে।’
এদিকে বলিউডের বিতর্কিত দুই মুখ কঙ্গনা রনৌত ও তার বোন-ব্যবস্থাপক রঙ্গোলি চান্দেলকে ২৩ ও ২৪ নভেম্বরের মধ্যে থানায় হাজির হতে নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। সাম্প্রদায়িক অসন্তোষ ও ঘৃণা ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন কঙ্গনা ও রঙ্গোলি, এই অভিযোগ এনে কিছুদিন আগে কাস্টিং ডিরেক্টর তথা ফিটনেস ট্রেনার মুন্নাওয়ার্লি সৈয়দ মামলা দায়ের করেন আদালতে।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজা উদ্বোধন এবং সেখানে যাওয়ার পথে এক ভক্তের মোবাইল ভাঙা নিয়ে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছেন সিলেটের মহসিন নামের এক ব্যক্তি। যাকে এরই মধ্যে আটক করেছে র্যাব। আর সাকিব আল হাসানও দু’টি ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। এই ক্ষমা চাওয়ার বিষয়টিকে কটাক্ষ করে টুইট করেছেন কঙ্গনা।
জানা যায়, অনেক দিন ধরেই নতুন সিনেমায় নেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাই যেকোনো ইস্যু পেলেই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকার চেষ্টা তার। পরিচালক করণ জোহর থেকে রাজনীতিবিদ উদ্ধব ঠাকরে যে কারোর ঘুম কেড়ে নিতে এক কঙ্গনাই যথেষ্ট।
শুরুটা হয়েছিল ২০১৭ সালে করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এসে তাকেই রীতিমতো কোণঠাসা করার মাধ্যমে। সর্বশেষ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় তিনি। এবার ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে টুইট করলেন তিনি।