সোহ্‌রাওয়ার্দী উদ্যানে হবে ২৬ ফুট উচ্চতার বঙ্গবন্ধু ভাস্কর্য

নজর২৪, নারায়ণগঞ্জ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৬ ফুট উচ্চতার একটি ভাস্কর্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সে লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

 

বুধবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এমভি ইকরাম জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে একটি গোষ্ঠীর বিরোধিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের বহু স্থানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাস্কর্য রয়েছে। এসব ভাস্কর্য আমাদের সংস্কৃতির অংশ। বর্তমান সরকার অত্যন্ত সক্ষম সরকার। কারও বিরোধিতায় ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না।

 

এমভি ইকরাম জাহাস প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক এই মন্ত্রী বলেন, নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য এমভি ইকরাম জাহাজকে আন্তর্জাতিকমানের মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তর করা হবে। এ জন্য উপযুক্ত স্থান নির্ধারণ এবং ডিজাইন করার জন্য কারিগরি টিম গঠন করা হচ্ছে।

 

মহান মুক্তিযুদ্ধের প্রতিটি স্মৃতিচিহ্ন সরকার সংরক্ষণ করবে বলেও এসময় উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *