এতো ঠান্ডা, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে: সামিরা মাহি

সারাদেশ জুড়েই ঘনীভূত হচ্ছে শীত। প্রচণ্ড ঠাণ্ডা ও কুয়াশার মধ্যে যেন বের হওয়াই ব্যাপক কঠিন হয়ে পড়েছে। দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলেছে। সেখানে এমন আবহাওয়ায় শুটিং করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।

শুক্রবার (৬ জানুয়ারি) প্রচণ্ড শীতের মধ্যেই একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন এই অভিনেত্রী। প্রাণ মেঙ্গেবারের একটি বিজ্ঞাপনচিত্র এটি। শুক্রবার দিনভর এটির শুটিং হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে। নির্মাণ করেছেন সাবিন।

মাহি বলেন, ‘জীবনে প্রথম এত শীতের মধ্যে শুটিং করলাম। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। এমন ঠান্ডা পড়ছিল, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। তারপরও খুব আন্তরিকাতর সঙ্গেই শুটিংটি করেছি। কারণ এটা আমার কাজ। যে কোনো পরিস্থিতেই আমাকে সেরাটাই দিতে হবে।’

মাহি জানান, এটি তার তৃতীয় বিজ্ঞাপনচিত্র। গত ঈদে প্রচারিত হয় তার প্রথম বিজ্ঞাপনচিত্র। সেটি ছিল টেলিটকের। এরপর নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে একটি ড্রিংকসের বিজ্ঞাপনচিত্র করেছেন তিনি। সেটি এখনো প্রচারের অপেক্ষায়।

এদিকে মাহি জানিয়েছেন, শিগগিরই পরিবারের সঙ্গে ভারতে বেড়াতে যাচ্ছেন তিনি। ফিরবেন চলতি মাসের মাঝামাঝি সময়ে। এসেই শুরু করবেন নাটকের শুটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *