আবদুল্লাহ রিয়েল, ফেনী: ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের(টিএসসি) নতুন অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহউল ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় প্রতিষ্ঠান মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা নবাগত এ অধ্যক্ষকে বরণ করে নেন।
গত ৪ নভেম্বর (বুধবার) নিজ কর্মস্থলে যোগদানের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষের দায়িত্বনেন। যোগদান এর আগে তিনি বান্দরবন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষের দায়িত্বপালন করেন।
১৯৯১ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিকাল বিভাগে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন প্রকৌশলী কাজী মেজবাহউল ইসলাম।
এছাড়া তিনি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে এবং ২০০৪ সালে প্রথম অধ্যক্ষ হিসেবে মাইজদি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যোগদান করেন। এরপর একেএকে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিংবড়ি, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং সর্বশেষ বান্দরবন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
প্রকৌশলী কাজী মেজবাহউল ইসলাম ফেনীর সাগর উপকূলীয় সোনাগাজী উপজেলার মঙ্গকান্দি ইউনিয়নে ১৯৬৫ সালের ৩০ ডিসেম্বরে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনে তিনি ১৯৯৮ সালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে ১৯৯৩ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি(আই ইউ টি) থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং পোস্টগ্রাজুয়েট অর্জন করেন।
অনুষ্ঠানে রোটারেক্টর কামরুল হাসান নিরব সঞ্চালনায় প্রকৌশলী জনাব শাহ আলমের সভাপতিত্ব উপস্থিত ছিলেন, কম্পিউটার ট্রেডের মোঃ কামাল, ড্রেস মেকিং এর মোঃ মনির উদ্দীন, বাংলা বিভাগের ইউনুস ভূঁইঞা, রসায়ন বিভাগের স্বদেশ দত্ত, সঞ্জিব বাবু, নয়ন পাল, জয় লন্ধ, গনিত বিভাগের জামাল উদ্দীন, মো: মিলন, মোঃ মুসা মিয়া প্রমুখ।