থাইল্যান্ডে পার্লামেন্ট ঘেরাও, নৌকায় চড়ে ‘পালালেন’ এমপিরা

আন্তর্জাতিক ডেস্ক- গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ তীব্র রূপ ধারণ করেছে থাইল্যান্ডে। রাজতন্ত্রের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ চলছে দেশটিতে। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার পার্লামেন্ট ঘেরাও করলে রাজতন্ত্র অনুসারীদের সঙ্গে সংঘ’র্ষ হয়।

 

এ সময় ব্যাংককে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহার করে। পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠায় পার্লামেন্টের পাশের নদী দিয়ে নৌকা দিয়ে এলাকা ছাড়েন এমপিরা। খবর দ্য গার্ডিয়ানের।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সংঘর্ষে গুলির আঘাতে আহত পাঁচজন চিকিৎসা নিয়েছেন, যাঁদের দুজন শিক্ষার্থী। গত জুলাই থেকে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে গতকাল সবচেয়ে সহিংস সংঘর্ষ দেখা যায়। বিক্ষোভ প্রদর্শনের সময় ৫৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্যাংককের একটি জরুরি সেবাকেন্দ্র।

 

রাজতন্ত্রের ক্ষমতা খর্ব ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডে বিক্ষোভ চলছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচার পদত্যাগ চাইছেন বিরোধী দলের নেতারা। তাঁরা একই সঙ্গে রাজার ক্ষমতা খর্ব করার দাবিও জানাচ্ছেন। বিক্ষোভে অংশ নেওয়ার জন্য অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার বিক্ষোভকারীদের চাহিদা মোতাবেক সংবিধান সংশোধন করার জন্য বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে বিতর্ক করার কথা ভাবছিলেন আইনপ্রণেতারা। সংবিধান পরিবর্তনের জন্য আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করতে হাজার হাজার বিক্ষোভকারী মঙ্গলবার পার্লামেন্টের বাইরে জড়ো হন। কিন্তু সেখানে বিক্ষোভকারীদের কাঁটাতারের বেড়ায় আটকে রাখা হয়।

 

পুলিশের একজন মুখপাত্র বলেন, বিক্ষোভকারীরা সংরক্ষিত এলাকা ভাঙার চেষ্টা চালালে পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহারে বাধ্য হয়।

 

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করে প্রাউত চান-ওচা ২০১৪ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ক্ষমতায় বসেন। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ পুরোপুরি সামরিক জান্তার অধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *