আন্তর্জাতিক ডেস্ক- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার অপরাধী ও সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি আজ (বুধবার) মন্ত্রীপরিষদের বৈঠকে এ কথা বলেন। খবর- পার্স টুডে’র
রুহানি বলেন, আমেরিকার বর্তমান সরকারই ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের সূচনা করেছে এবং তারা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়েছে। সরাসরি নাম উল্লেখ না করলেও ট্রাম্পের সরকারের কথাই বুঝিয়েছেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, গত কয়েক বছর ধরেই ইরানকে আমেরিকার অর্থনৈতিক গুণ্ডামির মোকাবেলা করতে হচ্ছে। তারা ইরানের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে কিন্তু মূল উদ্দেশ্য হাসিল করতে পারেনি। তাদের মূল লক্ষ্য ছিল ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু তারা এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
করোনাভাইরাস মোকাবেলায় আগামী শনিবার থেকে কঠোর সীমাবদ্ধতা আরোপের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলোর প্রায় সব কিছুই বন্ধ থাকবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
এ পরিস্থিতির কারণে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন ইরানের প্রেসিডেন্ট।