আন্তর্জাতিক ডেস্ক- ইসলাম ধর্ম বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষায় মুসলিম সব শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করলেন এক হিন্দু শিক্ষার্থী। ঘটনাটি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের।
ইসলামিক স্টাডিজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কমন এন্ট্রান্স টেস্টে অংশ নিয়ে প্রথম হন শুভম যাদব নামের এক শিক্ষার্থী। অমুসলিম ও কাশ্মীরের বাইরে কোনো ছাত্র হিসেবে প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করেছেন শুভম।
শুভমের বাড়ি ভারতের রাজস্থানের আলওয়ারে। এটা এমন একটা জায়গা যেখানে গরুর ব্যবসা করার দায়ে পেহলু খান নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয় ২০১৭ সালে। নিজের এলাকার ওই ঘটনা খুব নাড়া দিয়েছিল শুভম যাদবকে। ইসলাম কিংবা মুসলমানের ওপর মানুষদের এমন ক্ষোভ কেনো, তা জানার আগ্রহ তৈরি হয় শুভমের মনে।
একজন হিন্দু হয়েও কেনো ইসলামিক স্টাডিজ পড়তে হবে, সেই প্রশ্নের উত্তরে শুভম বলছেন- আমার মতে, পৃথিবীতে সবচেয়ে বেশি ভুল বুঝা হয় ইসলামকেই। অন্য কোনো ধর্মকে মানুষ এতটা ভুল বুঝে বলে মনে হয় না। আসলে একটা বিশাল গোষ্ঠি আছে, যারা প্রতিনিয়ত ধর্মটির ভুল ব্যাখ্যা করতে থাকে, আর তাতে করে বিভ্রান্ত হয় সাধারণ মানুষ।
তাই ধর্মটাকে ভালোভাবে জানতে হবে বলে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম বেশ আগেই। সাধারণ কোনো জানা নয়, আমি গভীরে গিয়ে জানতে চাই, তাই এ বিষয়ে মাস্টার্স করার চিন্তা করেছি। বাবা-মাও আমার এমন চিন্তাকে সমর্থন দিয়েছেন, যোগ করেন শুভম।