সুনামগঞ্জ প্রতিনিধি- সুনামগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার মুখেই প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে উপ নির্বাচনে ভোট ডাকাতি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতা কর্মীদের উপর ভিত্তিহীন মিথ্যা মামলায় হয়রানি বন্ধের প্রতিবাদে ও সকলে নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ খামার খালী পয়েন্টে বাধা দিলে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদলের নেতা কর্মীরা।
প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতা কর্মীদের উপর ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে ঐ সরকার ছাত্রদলের নেতা কর্মীকে হয়রানি করছে আমরা এর নিন্দা জানাই। দ্রুত যদি ঐ সকল মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, মুমিত ইসলাম, হুশিয়ার আলম, ওবায়দুল ইসলাম, আনোয়ার আলম, নাসিম চৌধুরী, সুজাত মিয়া প্রমুখ।