আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার জব্দ ও এক জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। তবে বিকেল সাড়ে চারটার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম থেকে আসা একটি প্রাইভেট কার থামানোর সিগন্যাল দেয় র্যাব। সিগন্যাল পেয়ে প্রাইভেট কারের চালক দ্রুত কারটি চালিয়ে পালানোর চেষ্টা করে। র্যাব কারটি ধাওয়া করে থামায়।
পরে প্রাইভেট কারের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাইভেটকারটি জব্দ করে র্যাব। আটক ব্যক্তির নাম নুরুল ইসলাম। চট্টগ্রামের হাটহাজারীতে তার বাড়ি।