শিশুদের শরীরেও ঢুকছে প্লাস্টিক : গবেষণা

নজর২৪ ডেস্ক: প্রতিদিন খাবারের প্যাকেট, বোতল, টি-ব্যাগসহ নানা মাধ্যমে প্লাস্টিকের লাখ লাখ অতিক্ষুদ্র কণা মানুষের শরীরে প্রবেশ করছে। যা শিশুর স্বাস্থ্যের জন্যও অনেক ক্ষতিকর। প্লাস্টিকের যে বোতলের দুধ খাওয়ানোর সময় তা শিশুদের শরীরেও ঢুকে যাচ্ছে।

 

প্লাস্টিকের বোতলের দুধ খাওয়ালে প্রতিদিন গড়ে ১৬ লাখ প্লাস্টিক কণা শিশুদের পেটে ঢুকে যাচ্ছে। এক গবেষণায় এমন দাবি করেছেন আয়ারল্যান্ডের বিজ্ঞানীরা। সম্প্রতি ন্যাচার ফুড জার্নালে ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে।

 

এ বিষয়ে গবেষকরা জানান, শিশুদের খাওয়ার জন্য ব্যবহৃত পলিপ্রপাইলিন থেকে তৈরি এমন ১০ ধরনের বোতল ও সরঞ্জাম নিয়ে গবেষণা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জীবাণুমুক্তকরণ ফর্মুলা ব্যবহার করে ২১ দিনের পরীক্ষা চালানো হয়।

 

ওই পরীক্ষায় দেখা গেছে, ওই সময়ে বোতল ও সরঞ্জামে ১৩ লাখ থেকে এক কোটি ৬২ লাখ প্লাস্টিক কণা প্রতি লিটার পানিতে মিশেছে। দেশটিতে বোতলে করে শিশুকে দুধ খাওয়ানোর প্রবণতা নিয়ে গবেষণা করা হলেও পরে এর মাধ্যমে বৈশ্বিক চিত্র ফুটিয়ে তোলা হয়।

 

বিশ্বে যত শিশু বোতলে দুধপান করে, তাদের প্রত্যেকেই প্রতিদিন গড়ে ১৬ লাখ প্লাস্টিক কণা খেয়ে থাকে। ২৫ থেকে ৯৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি লিটারে ছয় লাখ থেকে পাঁচ কোটি ৫০ লাখ প্লাস্টিক কণা ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে।

 

অভিভাবকদেরকে এই বিষয়টি সম্পর্কে অবগত করাই এই গবেষণার অন্যতম উদ্দেশ্যে বলে উল্লেখ করেন ডাবলিনের ট্রিনিটি কলেজের গবেষকরা। এই প্লাস্টিক কণাগুলো শিশুদের শরীরে কি ধরনের প্রভাব ফেলছে তা জানতে আরো বিশদ গবেষণার প্রয়োজন বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *