সাইফুল ইসলাম মুকুল, রংপুর- রংপুর নগরীর আরসিসিআই তিন রাস্তার মোড় থেকে ৪০ পিচ লালচে ইয়াবা ট্যাবলেটসহ রাফাতুল করিম রাফাত নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।
বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী রাফাত রংপুর নগরীর গনেশপুর বকুলতলা এলাকার রেজাউল করিমের ছেলে বলে জানা গেছে।
গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করে বলেন, সে দীর্ঘদিন গোপণে ব্যবসা করে আসছিলো। আমরা গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করি। আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০ (ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের মাদক সংক্রান্ত অপরাধ দমনে গোয়েন্দা বিভাগের এই অভিযান থাকবে বলেও জানান তিনি।