সিরাজগঞ্জে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হাসান মির্জা করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

 

চেয়ারম্যানের ছোট ভাই ওহেদুজামান (পলু) নিশ্চিত করে জানান, তার বড় ভাই দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন। গত রোববার তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ওইদিন সকালে তাকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনা রির্পোটে পজিটিভ আসে। সন্ধ্যায় তার অবস্থা গুরতর হলে তাকে লাইফ সার্পোটে নেয়া হয়। পরে সোমবার ভোররাত ৫টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।

 

তার মৃত্যুতে শোক জানিয়েছেন, তাড়াশ রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জান মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

পাঠকপ্রিয়

এ সম্পর্কিত আরও