মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে মাসকলাই এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। এতে প্রতি কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা প্রমুখ।
মির্জাপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান জানান, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে এই বীজ ও সার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ৯০০ কৃষকের মাঝে ১৩ প্রকারের শাকসবজি বীজ বিতরণ করা হবে।